আমি তুমি যখন ভালবাসায় ছিলাম কাছাকাছি
স্বাক্ষী হয়েছিল আকাশ বাতাস নদী।
আর ছিল মুগ্ধপলকে তারার দেশের পরীরা
ধূসর পাহাড় মাঝে এসে
কেটে দিয়ে গেল সফেদ এক গণ্ডী।
তোমায় রেখেছে কঠিন কারাগারে
যেখানে আলোর প্রবেশ অধিকার নেই।
আমিও কেমন বিন-বাতাসে হিম পরশে
কিতাবে রাখা শুকিয়ে যাওয়া
লাল গোলাপের পাপড়ি হয়ে গেছি।


পৃথিবী ঘুরছে গ্রহ তারার পুনরাবৃত্তির ঘূর্ণাবর্তে
বসন্ত আসে ব্যর্থ হয়ে যায় ফিরে ফিরে।
নদীর গতি জিজ্ঞাসা করে বারে বারে,
জবাব কিছু না পেয়ে চলে যায় সুদূরে ।
বৃষ্টি মেঘ বলেছে সামনের বসন্তে
তাঁর মুক্তির দিন। আসবে সে কোজাগরী পূর্ণিমায়।
ঝড়ের সাথী তুমিও হও,
হোক তোমার ও মুক্তি আসন্ন।
তারার দেশের পরীরা বলেছে ওরাও আসবে
তোমাদের দুজনার মিলন জোছনায়
নর্তকী হয়ে নাচ দেখাবে মনিপুরী  
উৎসব চলবে দেখো  সারারাত্রি জুড়ে।