হটাত জনজীবনে কেমন যেন ছন্দপতন
মানুষেরা পথে ঘাটে ক্রমশ বিশ্বাস হারাচ্ছে
আরোগ্য নিকেতন এখন কুরুক্ষেত্র ময়দান
বাড়ছে জনসমাগম মিডিয়ার দৌরাত্ম্য চলছে ;

যুযুধান দুইপক্ষ মেদিনী কিছুতেই ছাড়ছে না ।
রুদ্ধশ্বাস একটা নাটক। ত্বকের পলেস্তারা খসছে;
অনেক অনেক সভা সমিতি শেষ হয়ে গেছে  
তবু কিছুতেই একটা সমাধান সূত্র মিলছেনা !


কার ভুলে কার সাজা, অবুঝ সবুজ প্রাণ ঝরছে
রক্তাক্ত যিশু মাটিতে; অশ্রু ঝরে যায় নীরবে ;
শুধুমাত্র নিরপত্তা দাবি করেছিল; খুব অপরাধ কি ?
উচ্চগ্রামে তখন তর্জনীই শেষ কথা বলে দিল !


প্রতি মুহুর্তে বেড়ে চলেছে খাদের গভীরতা
বিপদসংকেত ঘন ঘন চক্রাকারে ঘুর্নায়মান ;
যে হাতটা কাটি না কেন রক্ত ঝরে ব্যথা একই
তবে কেন রক্তচক্ষু, নেই কেন সেই আশ্বাসবাণী ।