ভেঙে ফেলছি সখ্যতা ভাঙছি সম্পর্কগুলো
মাটির গভীরে যে গোপন শিকড় বিস্তার;
          নিমেষেই তা অস্বীকার করছি ।
দৈনন্দিন অবহেলাতে চিড় ধরছে দেওয়ালে
ভেঙে যাচ্ছে শক্ত কড়িবড়গার সকল খাঁচা ;
      হাড় জিরজিরে কঙ্কাল বেড়িয়ে পড়ছে ।
একটুও ক্লান্ত না হয়ে ক্রমাগ্রত মিথ্যে বলছি
আমার আমিকে কতবার লুকিয়েছি আস্তিনে,
       তবু সে বার বার কেন উঠে আসছে ?
আমার ছায়া বিভত্স ভাবে বিদ্রুপ করছে
বলছে সে আর থাকবে না আমার সাথে ;
       তবু ও দাম্ভিকতায় দাপিয়ে বেড়াচ্ছি ।
আমার মায়াজাল ক্রমশঃ দুর্বল হয়ে পড়ছে
ক্ষমতা আঁকড়ে থাকতে রক্তের হোলি খেলছি ;
       বুকের গভীরে আঁধারের স্যালাইন চলছে ।
দেওয়ালগুলো মাঠ ময়দান গাছ পুকুর মানুষ সব
বর্ণপরিচয় ভুলে গিয়ে একে অপরের বিশ্বাসঘাতক !
       তবে কি ভুল ইতিহাস রচে চলেছি ?