প্রতি মুহুর্তে হারিয়ে দিয়ে যায় সময়
যেতে যেতে বাঁকা ঠোটে হাসি রাখে
হেরে যাওয়া সংকেত বিদ্রুপ করে
মেরুদন্ডহীন মানুষ যাও পিছিয়ে যাও ।


নিভৃতে অসীম সাহস জড়ো করি শরীরে
খড় কুটো একত্রে চকমকি ঠুকি পাথরে
দেখা দেয় আগুনের ফুলকি,হতে দাবানল
প্রতি মুহুর্তে ভয় পেয়ে যায় নতুন দিশা ।


হার মেনে নিতে নিতে শুধু শিখে নিয়েছি
ততক্ষণ হেরে যাবনা যতক্ষণ শরীরে প্রাণ ।
বাতাস রুখে দিয়েছি, বেঁধে ফেলেছি স্রোত
বজ্রকে বেঁধেছি কঠিন থেকে কঠিন শিকলে
মৃত্যুকে পারিনি শ্লথ করতে পেরেছি বটে
তবু সে যখন আসে তখন করি আত্মসমর্পণ ।