আবার দিগন্তে হব বাঁধন হারা  
শিকল কেটেছি বাঁধন ছিঁড়েছি;
  সামনের বেড়া সেটাও ডিঙিয়েছি
  বটের ঝুরির দোলায় পাঁচিল পার;
  শালুক ফোটা ঝিলের স্বচ্ছ জলে
  ডুব সাঁতারে এপার থেকে ওপার;
আমলকী বনের সবুজ পাতায়
সবে নিজেকে লুকিয়ে নিয়েছি;
  সামনে ডুরে শাড়িতে কালো মেয়ে
  শরীরে যেন হীরের কুচি ছড়ানো;
  আকাশে না মনে বিদ্যুত খেলা চলে  
  বাতাসে বোধ হয় ঝড়ের পরোয়ানা;
এখন শুকনো পাতায় বৃষ্টি শুরু
টিপ টিপ আওয়াজ বিতান জুড়ে;
  লাল কৃষ্ণচূড়ার পাঁপড়িতে আজ ফুলশয্যা
  মাতাল বুকে বাজে উতাল ছন্দে মাদল;
  কালো চুলে কালনাগিনী ধায়ছে ধীরে
  হাত পেতেছি বিষ ছোবলে নীল হয়ে যেতে ...