এপারে বাংলা ওপারেতে  বাংলা
কেন মাঝবরাবর কাঁটাতার সীমানা ?
তোমার সবুজে আমার কৃষ্ণচূড়া
তোমার আমার বট কাঁঠালের ছায়া।
          আজ আমাদের একই ঠিকানা।


তোমার জলে শালুক পাঁপড়ি মেলে
দেখো আমার ফোটা হাস্নুহানাও দোলে ।
তোমার শাখে শিশ দিয়েছে দোয়েল
ফাগুন আনবে বলছে আমার কোয়েল।
         আজ ওরা সীমানা মানবেনা ।


এক আকাশের নিচে আমাদের ঘর  
একই বাতাসে প্রাণবায়ু নির্ভর ।
এক মাটিতে একদিন যাব ফিরে
আবার জন্মে ফিরব সে চেনা ঘরে।
         আজ আমরা করে যাই ঘোষণা ।


আমার গঙ্গা তৃষ্ণা মিটিয়ে ধায়
তোমার পদ্মা সেই ঢেউ নিয়ে যায় ।
বাউল ফকির যেই সুরে গান গায়
সে'যে প্রানের ভাষা বিশ্বে পেয়েছে ঠাঁয়।  
       আজ মিলে গেছি কাঁটাতার মানিনা ।