চলে গেলে !
সন্ধ্যা হতে যে অনেক দেরী।  চলে গেলে?
এখনো দিনের আলো মধ্যগগনে। চলে গেলে;
চকিতে চোখের পলকে খেলা শেষ। চলে গেলে-
এখনো কতগুলো বসন্ত ছিল রাঙিয়ে নেবার ;
এখনো কত বরষার আবদার ছিল ভিজে যাবার ;
কত গান কত কবিতা ছিল সাথে সাথে চলবার ;
কত কথা ছিল রূপকথার মতন অঝরে বলবার ;


দোয়েল এসে ফিরে গেছে!
তন্ন তন্ন করে খুঁজেছে সাথিরা কতবার !
আষাঢ়ের প্রথম বৃষ্টি না পেয়ে থমকে গেছে!
বসন্তের পলাশ অভিমানে ফুটতে ভুলে যায় !
নিস্তব্দ দুপুরের ঘুঘুর একঘেয়ে মনে করিয়ে দেয়;
ব্ল্যাকবোর্ডের সাদা চকে অঙ্কের ফর্মুলা জানিয়ে দেয়;
সদর দরজার মাধবী ফোটার গন্ধ কেমন বুঝিয়ে দেয়;
তুমি না থেখেও রয়ে গেছো বাঁকা রোদ্দুরের মতন
            আমার ডায়েরির প্রতি পাতায় পাতায় ;



কবি পারমিতা
এই কবিতা আপনাকে উৎসর্গ করলাম । কিছু যন্ত্রণা ভাগ করে নেবার জন্য । ভাল থাকুন।