বর্ষা মানে আকাশ মেঘলা
   বর্ষা মানে স্মৃতির খেলা।
বর্ষা মানে ভিজলো মাটি
   বর্ষা মানে আজকে ছুটি!


বর্ষা মানে কাগজ নৌকা
  জমা জলে দিলাম ছেড়ে।
বর্ষা মানে বাজছে নুপুর
  থাকবনা আর বদ্ধ ঘরে !


বর্ষা মানে মজার দুপুর
   খিচুরী আর পাঁপড় ভাজা।
বর্ষা মানে রুপোর ঝিলিক
   ইলিশ ভাজায় দারুন মজা!


বর্ষা যেন অভিসারী রাধিকা
   নীলাম্বরী শাড়ি আর জুইমালা।
বর্ষা যেন প্রেমের জোয়ার
    ঢেউয়ের দোলায় শুধু চলা!


গগনে গর্জে অঝোরে বৃষ্টি  
    তোমার চোখেতে চোখ ছিল।
তুমি আমি থরথর কম্পনে
    ভালবাসা আজ নদীস্রোত পেল!


বর্ষা যেন ইচ্ছা ডানায়  
     লুকোচুরি খেলে মন রাঙায়।
বর্ষা বুকে ভরসা এনে
    দেয় বীজকন্যার ঘুম ভাঙায়!