দিগন্তে ছিল বুঝি মৃত্যু উপত্যকা
ঘসাকাঁচ দৃষ্টিতে কিছু অস্পষ্টতা ;
নব সভ্যতার নিদর্শন কিছু পুড়ছে
নীল ধোঁয়া অজগরের মত গিলছে;
তোমার আমার তরতাজা ফুসফুস
জেগে ঘুমালে কবে জাগবে হুঁশ ?


অরন্যে বৃক্ষরাজির অরন্যে রোদন
প্রকৃতির নয় মানুষের সুনামি তর্পণ;
এই জল জঙ্গলের কিবা প্রয়োজন !
এখানেই গড়া হোক নগর তোরণ ;
ইট বালি সিমেন্টের কংক্রিট জঙ্গল
জেগে ঘুমালে মানবের কি মঙ্গল ?


আগামী প্রজন্মের প্রশ্নের জবাব দাও
শীর্ণ হাত ক্ষীন কন্ঠের অভিশাপ নাও;
আজ কেন এত উষ্ণায়ন পৃথিবী জুড়ে
কি হবে চাহিদা লাভের পাহাড় গড়ে !
অন্তহীন বৃষ্টিবিহীন স্বস্তিহীন জীবন কঠিন
চাইনা এ নগরায়ন,দাও ফিরে সবুজায়ন।