সে কথা রেখেছিল
এলোকেশী চুল এলিয়ে পাশে বসে
আঙ্গুলের ছোঁয়ায় জাগিয়ে দিয়েছিল।
কমলা রঙের ঠোঁটে বাণ ছুঁড়ে বলেছিল
তোমার নাকি এক পৃথিবী কথা আছে।


আমি তখন এক আকাশের মত নিস্তব্ধ
আমার পাথর চোখে তখন রাজ্যের কুয়াশা;
আমার বৃষ্টি অরণ্যে জলের ফোঁটা অবিরাম ঝরে।
আমার শেওলা সবুজ আঙ্গুলগুলো বরফ সরায়।
অভিমানে মৌন তপস্বীর তন্দ্রা ছুটে যায়।


তার প্রজাপতি ডানায় তখন হলুদ বিকেল
ঠোঁটে চোখে মুখে কালো কেশে হলুদ রেণু ভরা।
তখনও ডানার উত্তেজনা স্তিমিত হয়ে যায়নি
অন্তসলিলা ভালবাসা নদীতে সমুদ্র হাতছানি
মড়া শামুকের মালায় তুমি অপরূপা অনন্যা।


আমার আগামী আমার অতীত আমার বর্তমান
আজ থেকে সব স...ব তোমার হে মায়াবিনী।
আমার আমিকে তোমার তুমি করে নাও
হাজার আলোকবর্ষ পথের যাত্রার করো অবসান;
তোমার ঐশ্বর্যমণ্ডিত নগরের নাগরিক করে নাও।