কেমন আছেন ?
এখন ও পর্যন্ত ভালো আছি ।
এখন ও মানে ?
বর্তমান পরিস্থিতিতে যেমন থাকা যায় ।
বর্তমান পরিস্থিতি? সেটা আবার কি ?
সেটাই তো সবচেয়ে বড় কথা ।
লাখ কথার বাস্তবসম্মত কথা
বুঝতে পারছিনা, সহজ করে বলবেন ?


আপনি কি এই পৃথিবীর মানুষ নন !
নাকি অন্য গ্রহ থেকে এসেছেন ;
তাই এমন অবান্তর প্রশ্ন !
দেখছেননা কেউ কারোর আত্বীয় নয়।
কেউ কাঁদলে তার হাত ধরতে নেই ।
কেউ মারা গেলে সাথে যেতে নেই ।
মুখোশ এখন মানুষের পরিচয় ।
পেটে খিদে থাকলে কাউকে বলতে নেই ।
অসুখে পড়লে হাসপাতাল ডাক্তার নেই ।
অন্তরের জ্বালা শোনবার মানুষ নেই।


তবে হ্যা আলো অন্ধকার আছে
ইথার তরঙ্গ জুড়ে মিথ্যে প্রতিশ্রুতি আছে
সেয়ানে সেয়ানে (কোলাকুলি) মুখোমুখি আছে ।
অন্যের কাজের দোষ ত্রূটি দেখা আছে ;


নদীর বুকে ঢেউ আছে,পাখির গুঞ্জন আছে
অফুরন্ত সময় আছে, বুকের ভিতর ভয় আছে ।
মৃত্যু যেন শিয়রে দাঁড়িয়ে আছে ।
কফিন বন্দী লাশের জন্য রাষ্ট্রীয় দরদ আছে ;
ঝড়ের তান্ডব আছে, আতঙ্কের রাত আছে ;
নদীর বানভাসি আছে , দুচোখে লোনা পানি আছে ।


অনেকেরই দুচোখে ঘুম নেই ।
সব আছে শান্তি নেই , স্বস্তি নেই