পৃথিবীকে ভালো করব বলে ঘরে আছি।
তখন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবার সময়।
হঠাৎ আলো চলে গেল।
ঝড়ের খবর আগেই ছিল,
আলো না থাকবার কথা মোটেই ছিলনা।
তবু আলো চলে গেল।
ঘর থেকে বেরোলাম কিভাবে আলো আনব?
বাতিওয়ালা বলল- আমার ঘরে আলো নেই।
আমি কি করে আপনার ঘরে আলো জ্বালবো বলুনতো?
হয়ত আমাকে দেখে তার মায়া হয়েছিল।
সে বলল চলুন আপনার ঘরে বাতি জ্বেলে দিই।
অনেক চেষ্টায় সে ঘরে বাতি এনে দিল।
তারপর বাতিওয়ালা ফিরে গেল ।
বলে গেল হাসিমুখে - আপনি ভালো থাকুন।
আজ আমার ঘর জুড়ে থাকবে অন্ধকার।  
আজ আলোর নেই কোনো দরকার।
অনেকদূরে চলে গেছে আমার পরিবার।