১)


ঘরেতে আর ভাল্লাগেনা
চলনা এবার অন্য কোথাও যাই ।
মনটা আমার বাউল হয়েছে
নীল আকাশের মেঘের মতন ধায় ।
রাঙামাটি পথ ডাকছে যাবি যদি আয় ।


২)
     এই ফাগুনে আগুন ছুটেছে
     চোখে কে তোর স্বপ্ন এঁকেছে ?
     মুখের কথায় বকুল ঝরে যায় ।
     চলার পথে ছন্দ রেখে যাস
     তোর ভাবনায় আমি বাউল হতে চাই ।


৩)


যখন তখন ডাকিস ইশারায়
তুই তো জানিস মনটা আছে
              তোর কাছেতেই ।
নাকের ফুলটা অন্ধকারে জ্বলে
গন্ধ জেগে থাকে লেবুর ফুলে
              আমর বুকে খরা ।
কাজল চোখে বৃষ্টি নাকি আগুন
আগুন হলে পুড়িয়ে দিয়ে যা
বৃষ্টি হলে ভিজিয়ে দিয়ে যা
ভীষণ ভিজে সৃষ্টি অনাসৃষ্টি
    আমার আর বাউল হওয়া হবেনা ।