আমার কান্নাগুলো কখন শুনতে চাওনি
শোনবার চেষ্টাও করনি।
আজ অসুখবেলায় ফুল এনেছ, ফিরিয়ে দেবনা
রেখে দাও শয্যার পাশে।


আগমনীর সুর সেধেছি শোনাবো বলে,
শোনবার চেষ্টাও করনি।
আজ অবেলায় বানী এনেছ, ফিরিয়ে দেবনা
রেখে দাও ভাঙা তানপুরার পাশে।


চোখের জল ফোটায় গড়েছি জলমহল, দেখনি
দেখবার চেষ্টাও করনি।
শেষ ফাগুনবেলায় আগুন এনেছ, ফিরিয়ে দেবনা
রেখে যেও শুকনো পাতার পাশে।


হৃদয় ভাঙ্গার মর্মর ধ্বনি শুনতে চাওনি
কান পাতবার সময় হয়নি।
আজ মরনবেলায় হাতে হাত রাখতে এসেছ
তোমায় ফিরিয়ে দিইনি কখন,
শেষ স্পর্শটুকু নিয়ে চলে যাব দুরের দেশে।