এই পৃথিবীতে বেঁচে থাকা মানে লড়াই করা ।
            থেমে গেলে চলবেনা..
যাও এগিয়ে যাও আরো আরো গভীরে
জানি গভীরে গেলে গা ছম ছম করে ওঠে ।
উঁচুতে উঠলে বুকের ভিতরে হালকা বেলুন
বুঝি মাটির প্রতি আমার কি আকর্ষণ ;
মাটিরে সুরঙ্গে কেমন দম বন্ধ করা অবস্থা ।


আমার বড় হতে ইচ্ছা করে না ।
বরং দেখতে ভালো লাগে বৃষ্টি পড়া ।
টিনের চালা থেকে মানি প্লান্টের পাতায়
পাতা থেকে আর এক পাতায় টিপ টিপ টিপ ...
গ্রিলের ফাঁক থেকে চাঁদের হানা ঘরের মেঝেতে ।
ছোট্ট টুনটুনির পেঁপে গাছে দেখি অদ্ভূত নাচন
ঘুম চোখে বাবার সাইকেলে ছেলের স্কুলে যাওয়া ।
টবের মরা তুলসি যদি সবুজ পাতা মেলে ধরে
             সেই আশায় বাঁচতে ইচ্ছা করে ।