ভালবাসাহীন জীবন চাইনি
তাইতো তোমায় চেয়েছিলাম।
তুমি আকাশ হতে হতেও হওনি
হন্যে হয়ে শুধু খুঁজেই গিয়েছিলাম।


খুঁজে খুঁজে ক্লান্ত যখন
মেঘে মেঘে বুঝেছে অন্তর্যামী;
মেলা থেকে হটাত করে কেনা
কমদামী এক পুতুল ছিলাম আমি।


আমায় নিয়ে বহুদুর পথ চলা
যেতে যেতে যায়না কথা বলা।
পথের খেলনা তাই পথেই ফেলতে হয়
কেননা, জল যেখানে একগলা।


না চাইতেও তবু অনেক পেয়েছি
আমার কাছে সেইতো অনেক দামী।
জানলা দিয়ে যখন জ্যোৎস্না এসে পড়ে
তখন দেখি সেই আমার কাছেই তুমি।


নতুন ঠিকানাতে হয়তো ভালো আছো
বাঁচো বাঁচো বাঁচো ইচ্ছা মতন বাঁচো।
ডানাকাটা পাখী পেয়েছ সোনার খাঁচা
এখনো কি সময় পেলে ঝিনুকে মুক্তো খোঁজো ।


আমি এখন দিব্যি আছি
গীতবিতানে শুকনো গোলাপ কুঁড়ি।
ফেলে আসা সাদাকালো ফ্রেমগুলোয়
মন তুলিতে ইচ্ছে মত রঙ করি।


নেইতো কোন অভিযোগ আমার
ইচ্ছাও নেই কাউকে কিছু জানাবার।
রাত-জাগারা জানে দিনের আলো আনতে
গিলে নিতে হয় কতটা অন্ধকার।