ইথার তরঙ্গে তরঙ্গে যে বাণী যে শব্দ আসে ভেসে আমার প্রাণেতে
পৃথিবীর স্থলে জলে অন্তরীক্ষে সেই ধ্বনিটা ছড়িয়ে যাই পরমাদরে ।


বিপদকালীন সঙ্কেতে সাবধান বাণী জনতার দরবারে পৌঁছে গেছি ;
উদ্ধার করে এনে গর্বভরে মুক্ত কন্ঠে প্রকাশ করেছি সেই সংবাদ ।


আমায় না হলে মহালয়া'র ভোরে দূর্গা সত্যি হয়ে অসুর বধ করেনা;
আমায় না হলে খেলার মাঠের ধারাবিবরণী থেকে যেতো অসম্পূর্ণ ।


কত ভাবে আমায় রেখেছ এখন আমি হাতের মুঠোয় মুঠোফোনে;
দূরপাল্লা গাড়িতে অবসরে আমোদ প্রমোদ অনুরোধের আসর ঘিরে।


আদরে কেউ রাখে নাম বেতার আকাশবাণী রেডিও আরো কত নাম
আমি ধন্য তোমাদের অজস্র আশীবাদ ভালবাসায় হৃদয় পরিপূর্ণ ।