বটবৃক্ষের ঝুরির মতন
পৃথিবীর মাটি আঁকড়ে থাকতে চায় ভালবাসা ।
বিদ্যুত তারে মুক্তোর মতন বারিবৃন্দ
বিনিসুতায় গেঁথে রাখতে চায় ভালবাসা।
মায়ের আঁচল ছায়ার মতন
ফুলের বুকে মধু ভরে দিতে চায় ভালবাসা।
শাড়ির পাড়ে চোরকাঁটার মতন
লেগে থাকতে চায় অব্যক্ত ভালবাসা।
অচেনা মানুষে চেনা মানুষের মতন
ফিরে ফিরে দেখতে চায় নিঃস্বার্থের ভালবাসা।
জীর্ণ পুরানো চাদরের মতন
একরাশ উষ্ণতা পেতে চায় ভালবাসা।
চাঁদের বুকে কলঙ্ক দাগের মতন
দাগ রেখে যেতে চায় নিষ্কলুষ ভালবাসা।
গান্ধারীর দুচোখ বন্ধ করে নেবার মতন
এই বুকে এখন ও জাগে অন্ধ ভালবাসা।


দিন চলে যায় দিনের মতন ।
রাত ও আসে রাতের মতন।
নদী ও যায় নদীর মতন সাগর মোহানায়
তুমি ও এসো তোমার মতন এই বালুকাবেলায় ।