ভালবাসা ভালবাসি ভালবাসে
ভালবাসা বুঝি উজান বেয়ে আসে ।
ভালবাসি বলে আগুনে দেয় ঝাঁপ
ভালবেসে বুঝি করেছি ভীষন পাপ ।
দুর গগনে পাখিরা সব দিচ্ছে পাড়ি
যায় যে উড়ি মাটির দুকুল ছাড়ি ।
কূল ভাঙ্গনে মেয়ের চক্ষু জলে ভরে
নৌকা ভেসে যায় মনযে কেমন করে ।


মনের মানুষ কোথায় পরান কেঁদে যায়
ঐযে পাটে সূর্যি ডোবে নিত্য যেমন যায়।
কুসমরঙে রাঙিয়ে সে নিত্য আসে ভোরে
খবর পেয়ে পাখীরা গায় মিষ্টি সুরে সুরে ।
নৌকা সব ভিড়ল তীরে সেজন আসেনি
ভরা ভাদর বৃষ্টি বাদল মনতো মানেনি ।
এই যে ভালবাসা ভালবাসি ভালবাসে
সেজন বিনে ভালবাসা অনন্ত উপবাসে ।