আসলে ভুল ভুলই
সে তোমার আমার বা সবারই।
তাইতো দুনিয়া জুড়ে আছে ব্যতিক্রমী
নিজে যা যতটা বুঝি,
তাই দিয়ে দুনিয়া দেখার চেষ্টা করি ;
তাই ভুল ভুলই
সে তোমার আমার বা সবারই।


ভুল করতে করতেই একদিন ঠিক হবে;
কত ভুলের মাশুল দিয়ে
সাজাহানের বিশাল আশ্চর্য তাজমহল।
দেখে শুনে চোখে লাগে বিস্ময়
ইতিহাস ঘেঁটে করুণ কাহিনীতে
অথই সাগরের নোনাজলে চোখে।
সবটাই কি ঠিক ছিল!
ভুল ভুলাইয়ার ভুল কি ইচ্ছা করেই ছিল।
হাজার না হয়ে ও হাজারদুয়ারী।
কারণে অকারনে ভুল
জেনে বুঝে ইচ্ছা করে ভুল।
মজা করবার জন্য ভুল।
প্রতিশ্রুতি দিয়ে যারা করে ভুল।
তাঁরা মহান সাতখুনে ও নেই সাজা।
অনেক ভুলে ভরা এই দুনিয়া।


তবু ভালো লাগে ভুল করে ভালবাসতে
জানি দুঃখ আছে কপালে।
ভালবাসা মানে বিসর্জনের শুন্যতা।
কিছু কিছু ভুল থাকুক জীবন জুড়ে।
তাই ভুল ভুলই
সে তোমারি হোক আর আমার বা সবারই।



:-  বিশেষ কবির সৌজন্যে এই কবিতা। জানলে বলবেন।