কাল রাতে বন্ধু চলে গেল।
নাহ, যাবার সময় কিচ্ছু বলে যেতে পারেনি।
বলার মতন পরিস্থিতি ও ছিলনা।
প্রায় দুমাস যাবত যুদ্ধকালীন একটা পরিবেশ
কি হয় কি হয় একটা চাপা উৎকণ্ঠার অবসান হোল।
ধড়াচূড়া খুলে দিতেই চিরতরের মতন বিদায় নিল।


ওনাদের উপর অনেকটা ভরসা করেছিলাম।
ধনধান্যে ঐশর্যতে ও আর ফেরানো গেলনা।
শেষ নিশ্বাসেই বাজিমাত করে চলে গেল।
অকালেই খেলা ছেড়ে পরবাসী হোল।


স্মৃতির এ্যালবামে ছবি পিছনে ফিরে যায়।
পাঁচমারীর জঙ্গলে, বিপাশার প্রবল স্রোতে
বেতলা ফরেস্টের ঘন জংলি সঙ্কীর্ণ পথে ;
পাহাড়ি দশম ফলসের উত্তাল ঝর্নায়
আমাদের উদোম স্নানের ভেজা দুপুর ।


ভাল লাগাতেই গেয়ে উঠতিস নজরুল গীতি ।
"লাল নটের ক্ষেতে,
লাল টুকটুকে বৌ যায় গো''
অনেকবার শুনেছি তবে ওইটুকুই ...
আজ ইউটিউবে পুরো গানটা শুনলাম।
কেন জানিস? সত্যিই যেন মন চাইছিল ...
তুই কষ্টের সাদা চাদর দুহাতে দূরে সরিয়ে
মহা আনন্দে গেয়ে উঠবি সেই গানটা।