আজো আছো এই হৃদয় জুড়ে
জ্ঞান চক্ষুর আলোর বাতি জ্বেলে।
তোমায় কি আর ভুলতে পারি
মনে পড়ে ত্র্যহস্পর্শের ধূসরকালে। ।।


ঝড়ের রাতে ছাতা হয়ে যাও তুমি
সবার মাথা আগল দিয়ে রেখেছিলে।
তুলির আঁচড় দিয়ে ঘুম ভাঙিয়ে দিলে
আতঙ্ক দিনে আশ্বাসবানীর বৃষ্টি হয়েছিলে।


দিন কাল সব বদলে বদলে যায়
প্রতি মুহূর্তে দেশ মানুষের রূপ পাল্টে যায়।
তুমিতো সেই শেষে বলেছিলে তীব্র ঘোষণায়
দিন আমাদের একদিন ঠিক আসবেই।


ঝোড়ো রাতের শেষে ধানের মাঠে সূর্য
দোয়েল শ্যামা চড়ুই নির্ভয়ে ডানা মেলে।
তোমায় কি আর ভুলি? রাখি স্মরণে বরনে
থাকবে তুমি পদ্মা মেঘনার ঢেউয়ের তালে তালে।