বিনা অপরাধে ক্ষমা চাইবনা, মাফ করবেন।
অন্যান্য কর্মচারী মালিক সকলে কঠিন স্তব্ধ ,
মেঝেতে পিন পড়লে সে শব্দও শোনা যাবে ।


মালিকের চোখে আগুন, কর্মচারীকে ভস্ম করার;
বিনা দোষে দোষীর উন্নত শির, চোখে আগুন ফুলকি
কর্মচারী সবাই বিক্ষিপ্ত  দ্বিধা আর দ্বন্দে ।


মালিকের মেঘ গর্জন সব বিফলে গেল
উন্নত শির জবাব ফিরিয়ে দেয় বৃষ্টিধারায়
স্যার, দোষী আমি নই, দোষ করেছেন আপনি ।


সেই ধ্বনি প্রতিধ্বনিত হয় মেঘ সাগর পাহাড়ে;
ফিরে আসে পৃথিবী প্রদক্ষিণ করে ঘটনাস্থলে ।
দ্বিধা দ্বন্দে যারা ভুগছিল, তাদের চোয়াল শক্ত হল।


আগুনের সেই ফুলকি এক থেকে এক ছুঁয়ে গেল;
মুহূর্তে সেখানে সৃষ্টি নতুন এক আগ্নেয়গিরি
ঝলকে ঝলকে বের হতে থাকে জ্বলন্ত লাভা ।


পুড়তে থাকে অহমিকায় গড়া মিথ্যের পাসাদ;
দাউ দাউ দাবানলে জ্বলতে থাকে দমনের যন্ত্র ।
সেদিন সেখানে জন্ম নিয়েছিল বিপ্লবের মহামন্ত্র ।


***এই কবিতা কবি স্বপন গায়েন মহাশয় কে উৎসর্গ করা হোল।