আজো
পথ চেয়ে
ঝরা পাতার
মর্মর ধ্বনি শুনি ।
ওই বুঝি সে আসে ।
মেঘেরা ফিরেছে বৃষ্টি নিয়ে
শীতেরা এসেছে কুয়াশা'র রোদ্দুরে
চঞ্চল বসন্ত এসেছে ফুল সুবাস নিয়ে
নদীর ঢেউ এসে তীরে ফিরে ফিরে যায় ।
দুচোখে বাদলের দেখা নেই মরুভূমি অন্তর ।
একদিন প্রেম ও শুকিয়ে দেবে দীর্ঘ অদর্শনের ঝড়।