হিংসার বীজ কবে হবে বিনষ্ট
কবে নির্মূল হবে বিষবৃক্ষের এই বাড়বাড়ন্ত ।
আমার ঈশ্বর এই পৃথিবী বলে দিক
যে আমাকে ঘাত-প্রতিঘাতে প্রতিদিন বলে
মাথা উঁচু করে থাকতে হয়।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।
বৃষ্টির জন্য প্রার্থনা করতে হয়
এমন কি শিশু, গাছ, মাটি বাঁচাতে আগল দিতে হয়।
এই সমাজ আগামী দিনের জন্য একসাথে লড়তে হয়।


গ্রহ তারা বলে দিক
কেন ক্ষুদ্র স্বার্থের মিথ্যে হানাহানি?
আমার জীবনদায়ী বাতাস বলে দিক
চাপাকান্না আর কতদিন?
ঘুমন্ত পাহাড় ও একদিন যদি জেগে উঠবে।
দিনে দিনে অনেক ক্ষোভ,
অনেক অভিমান থরে থরে জমেছে।
গ্রহ তারা এই সকল বিশ্ব ব্রহ্মাণ্ড অপেক্ষা করছে;
বদলের লগ্ন আসবেই আসবে
সেইদিন হবে প্রবল প্রচণ্ড বিস্ফোরণ।