যে শব্দগুলো অনর্গল বলে চলেছ  !
তাতে যেন একটা নদীর জন্ম হলো!
যেমন তার চলা তেমনি তার বলা  !
কখনো ছল ছল কল কল বেগবতী !
যত শুনি তত আমার আকাশে মেঘ !
ঘন ঘন বিজুরী ঝলকে চমকে উঠি  !
আমার সতেজ বনানীতে হৃদ কম্পন!
অঙ্কুরিত প্রেমমুকুল রোদ্র ঝড়ে ঝরে!
নিমেষে রক্তশূন্যতায় ঘিরে ধরে !
সহসা বুকে মরুঝড় তৃষ্ণার্ত বুক !
  মরীচিকায় খুঁজে মরি বারিধারা!
  অপেক্ষা সজল মন আসন্ন মৃত্যু!
            দেখছি নদী
          সে অপেয় জল
         ঝরছে বৃষ্টির  ধারা
         যে তৃষ্ণা মেটায় না
          নিতান্ত শবদেহ
             বাক্য হারা !