এত বেশি সরব কেন আমায় নিয়ে
কি এমন দোষ করেছি!
কারোর পাকা ধানে মই দিইনি
আমি আমার মতো চলি বলি করি
আমিই আমার প্রেরণা
আমি আমাকে করি করুণা
আমিই বৃষ্টি আমিই নদী আমিই সাগর
আমার জন্যেই ফুল ফোটে
পাখীরা গায় মৌমাছি যত জোটে
উন্নয়নে জোয়ার বয়  
পাহাড় ফেটে রাস্তা হয়ে যায়
জনগণ তাই খোল করতালে প্রভাতফেরী গায়।


আমি কি চেয়েছি কিছু দুহাত পেতে
সকল চাওয়া আমায় দেখলে ছুটে আসে।
আমার প্রতিভায় রবি চমকে ওঠে
চাঁদের পাহাড়ে চকিতে গ্রহন লাগে
নটরাজ এসে দীক্ষা নেয় ছলছুতোয়
হিমালয়ের বরফ সব্বাই আমার মুখে চায়।
হিমাঙ্ক গলনাঙ্কের দিনক্ষন জানতে চায়।
মানবের ছবির সাথে আমার আছে নিবিড় পরিচয়।
ওরা আমার প্রচার আলোতে আলোয় আলোকময়।


এতদিন শুধু দান ধ্যানে ক্লান্ত নদীর এপার
ওরা ও পেয়েছে থেকে থেকে কতরুপে কতবার।
মহিমাতে পাগল হয়ে যদি কেউ দিয়েছে কিছু
কেন ঈর্ষাতে জগত চর্চিত। মান করতে চায় নিচু ।
অভিমানে আমার ও আসে
রাজ্যপাট ছেড়ে দিয়ে কিন্তু হবই হবো কাশীবাসী


আমার ছায়ায় মায়ায় এই বঙ্গ কাননে
ফলেছে যে আশ্চর্য বিস্ময় ফল।
তাই আমি চেখে দেখি সর্বাগ্রে
উহা অমৃত ফল নাকি বিষবৃক্ষের বিষময় ফল।