নারী তুমি যুগে যুগে নরের হতে চেয়েছ।
     সে নিরপত্তার বেষ্টনীতে তোমায় রাখবে।
নিজেকে আয়নায় অপরূপা করে চলেছ
     সে তোমায় দেখে হয়তো মুগ্ধ হবে।
তুমি আজীবন ধাবমান একাকী একটা নদী
     সাগরের মোহানায় নিজেকে হারাবে।


কোন নারী হয়তো তোমাকে নারী হতে শেখায়
    ভাবনা স্রোতেরা তাই পুরুষের মুখে চায়।
পুরুষের গৌরবে সৌরভে তুমিও শতরুপা
      তাই সাথী হতে চেয়ে নারী চেনাপথে যায়।


তোমার যা আছে তোমাতেই তুমি মহীয়সী
       প্রকৃতির মতন সরবংসহা হতে চেয়েছ।
তাই বিনা প্রতিবাদে সবকিছু মেনে নিয়ে
       আগুনের পরীক্ষায় আগুনে মিশে গেছ।


তোমাতেই বিরাজমান সৃষ্টির অসীম সে ক্ষমতা
       কেন তবে তুমি পুরুষের প্রতি ধাও?
তুমি ও জানো তুমি না থাকলে প্রকৃতি নষ্ট
       এই সুজলা সুফলা মরুভুমি হোক চাও।
এই পুরুষ-ই রক্ষা করেছে কতবার কতভাবে
       তোমার জন্য দুনিয়া জুড়ে শক্তিমান পুরুশও।


নারী পুরুষে বিভেদ হলেও
        একে অপরের পরিপূরক ।
দিন রাত্রি আলো আঁধারে
        ভালো মন্দে বেঁচে থাক ।