তুমি তো জানোনা এই বুকে কত রক্তক্ষরণ;
তুমি তো বোঝোনা সূর্য্য যখন হয় কুয়াশাছন্ন ।
তুমি তো দেখনি অদৃশ্য দানবের দাপাদাপি;
তুমি তো ভাবনি কত কথা বোবা সংলাপে ।


একরাশ যন্ত্রনা যখন একা একা বয়ে চলেছি ;
অগ্নুত্পাত গোলায় অন্তর বাহিরে পুড়ে গিয়েছি ।
প্রবল স্নায়ুচাপে আদি অনন্ত পৃথিবী প্রদক্ষিন ;
বোবা সংলাপে এক একটা সভ্যতার নিদর্শন ।