তোমায় ভীষণ কম কম পাচ্ছি
তুমি কি তাহলে এড়িয়ে যাচ্ছ ।
এস এম এসের জবাব আর পাইনা
যখন তখন চেনা সেই মিষ্টি সুরে
পুরোনো মুঠোফোনটা বাজেনা ।
নদীর ঘাট এখন পাল্টে গেছে
নৌকা মাঝি মাল্লা সব বদলেছে ।
শুধু যে পাথরের পাটাতনে পা
দোলাতে নদী ছুঁয়ে যেত তোমায়
   সেটা এখনো তেমনি রয়ে গেছে।


স্টিমারের ডাক পড়ন্ত রোদ্দুরে ঠিক
তোমার আমার মতন কারা যেন মুখোমুখী।
এলোমেলো বাতাসে এলোচুল উড়ছে
মেয়েটা বারবার বাম হাতে সামলাচ্ছে,
পা ছুঁয়ে যাচ্ছে নদী, ছেলেটা মুগ্ধতায় চেয়ে।
বাঁকা চাঁদ শহীদ মিনারের বুকের কাছে
সবুজ ঘাসের বারবাড়ন্ত কদিনের বৃষ্টিতে  ।
এমনি এক সান্ধ্যদিনে বিশ্বাস সাক্ষীতে
কথা হয়েছিল, ফিরবো বছর পঁচিশ পরে
    নন্দিনী তুমি কেন কথা রাখলেনা ।