পাহাড় নদী সাগর মরু জঙ্গল পেড়িয়েছি
        তোমার ছায়া শরীরে মাখবো বলে ।
কোলাহল নিস্তব্ধতা পাখির কল্লোল সরিয়েছি
        তোমার গানের সুর শুনব বলে ।
কাঁচজলে মাছখেলা সূর্য ওঠা ভোরবেলা ভুলেছি
         তোমার দুচোখে নিজেকে দেখব বলে ।
আগ্নেয়গিরির আগুনঝরা, সাগরের সুনামি জিতেছি  
          তোমার ঠোঁটের ওঠানামা দেখব বলে ।


সোনারকেল্লার মুকুলের মতন থমকে গেছি
            একরাশ শুন্যতায় ডুবে গেলাম ।
অরণ্যের দিনরাত্রির আলোছায়ায় পথ হারিয়ে
            পথভোলা এক পথিক বনে গেলাম।
কাঞ্চনজঙ্ঘার দীর্ঘ ললাটের রক্তিম আভাতে
             চোখ ঝলসিয়ে অন্ধ হয়ে গেলাম।
অপুর সংসারের অপুর মতন বিরহ যাতনায়
         সারাজীবনের জন্য বোহেমিয়ান হলাম ।