বইমেলা সব্বাই যাব বই'কি ।
খা'বই সেখানে কত কি ?
দেখ'বই ঘুরে ফিরে মেলা
যা'বই আমি তুমি বেলা।
নে'বই সাথে পুচকি ছোট
রাখ'বই সাথে ব্যাগ দুটো ।
মান'বই ধুলো ধোঁয়া আছে
শুঁক'বই নতুনের গন্ধ মাঝে ।
খুল'বই অজানাকে জানতে
চীন'বই অচেনাকে বুঝতে ।


বইমেলা সব্বাই যাব বই'কি।
খুঁজ'বই জীবনের মানে কি ?
রুখ'বই অপসংস্কৃতির বিরুদ্ধে
থাক'বই সত্যের সাথে সাথে ।
লাগ'বই দশের কোন কাজে
জাগ'বই রাত্রি সেবার মাঝে ।
মান'বই যদি ভুল করি পাছে
সাধ'বই সাধনা শক্ত কাজে ।
ভুল'বই যদি ব্যথা পেয়ে থাকি
গাই'বই ভোরাই রাত যে বাকি।