বন্ধু মানে অনেক কিছু,
বন্ধু মানে মুক্ত আকাশ।
বন্ধু হলো খোলা জানলা
বন্ধু এলেই দখিন বাতাস।


আয় বন্ধু আয় দু হাত বাড়িয়ে আয় ।
এই বুকেতে দারুন খরা ঝরনা হয়ে আয়।


বন্ধু মানে একসাথে পথচলা
বন্ধু মানে মনের কথা বলা ।
বন্ধু মানে ভুল করা একসাথে  
বন্ধু মানে জাগা ঝড়ের রাতে ।


আয় বন্ধু আয় একলা রাতে নাও ভেঙেছে কাঁধেতে রাখ হাত।
চুপকথাতে রুপকথা জীবনধারায় নদীর  চোরাস্রোত।


বন্ধু মানে তার জন্য শত্রুর মুখোমুখি
বন্ধু মানে তার জন্য অনেক দুঃখে দুখী ।
বন্ধু মানে আছে বৃষ্টি অনেকটা রোদ্দুর
বন্ধু মানে ঝগড়া শেষে চল যাবি কদ্দুর ।


আয় বন্ধু আয় ফাগুন দিনে আগুনে গান গাই ।
শক্ত করে ধরিস লাঠি যদি ভুল পথে পা বাড়াই ।