বন্ধু মানে মনের কথা অনর্গল বলতে থাকা
সুখ দুঃখে ঠিক লতার মতন জড়িয়ে রাখা ।
বন্ধু মানে চলতে চলতে এমন কিছু দেখা
অন্ধকারে দীপশিখাটি আগলে রাখতে শেখা ।
বন্ধু মানে ঝড় বাদলে সেইতো চলার সাথী
তার কান্নায় কাঁদি আর তার খুশীতেই মাতি ।


বন্ধু মানে সাতটি রঙের ভালবাসার রামধনু
হোকনা নারী হোকনা পুরুষ স্বাতী কিম্বা অতনু ।
বন্ধু মানে রাতটি জেগে কত স্বাস্থ্য কামনা করি
সুস্থ হলেই চল দুজনে নদীর জলে মাতন জুড়ি ।
বন্ধু মানে বিপদকালে মনের শক্তি দিই বাড়িয়ে
বুকে কেমন জাগে খুশি ঠিক রাস্তা দিই চিনিয়ে।


বন্ধু মানে অনেকখানি ভালবাসা আর খুনসুটি
দুই দুজনার আলো আশায় মুগ্ধতায় লুটোপুটী।
বন্ধু মানে অনেকখানি আকাশ জুড়ে স্বার্থত্যাগ
বেড়ে যায় খুশীর রাত্রি যতই তারে করি ভাগ।
বন্ধু মানে ভুল বোঝাবুঝি ঠিক যেন দুই বাংলা
সিমানা থাকে থাক তাও তোর ভালতেই হ্যংলা ।