আপাত দৃষ্টিতে শব্দেরা একা একা খুবই নিষ্প্রাণ
শব্দগুলো যখন মালায় গাঁথা তখন তারা পায় প্রাণ ।
কেউ প্রকাশিত এমন যেন আবেগের নদী চলমান
কেউ কবিতা কেউবা কান্না হাসির উদ্ভাসিত গান।
কেউ প্রথম প্রেমের স্বরলিপি আঁকে
কেউ গানের সুরে সুরে মিছিলে হাঁটে।
কেউ তালের ছন্দে ছন্দে গতর খাটে
দত্তপাড়ায় ঘুমপাড়ানি সে সাঁতার কাটে।
ঝড় বাদলে সাঁঝ-সকালে চাই তোমার হৃদয়ে ঠাই
আলো উৎসব শ্মশান যন্ত্রণাতে তোমাকেই পাশে পাই।
মরু প্রান্তরে পুরস্কার তিরস্কারে চাই তোমাকেই চাই
জন্মকথায় শেষ বেলাতে তোমার ছোঁয়া চাইই চাই।