কতবার যে ছুঁয়ে গেলাম
গানে গানে সুরে সুরে হৃদয় জুড়ে।
প্রতিবার খুলে খুলে যায় নোতুন দিগন্ত।
তোমার ধূসর মরুতে এখনো মরুঝড়
তাই চাই শুষ্ক তালুতে উঠে আসুক তৃষ্ণাবারি।
হাজার বছর পরে ও দেখছি
তুমি আমারই তুমি আমারই।
আমি কি তোমার কাছে না এসে থাকতে পারি।


আসা যাওয়া পথের ধারে তোমার বাড়ি
ফাগুন হাওয়ায় আসা
বাদল বাতাস বুকে নিয়ে চলা
হিমের রাতে কুয়াশায় মিশে ফুরিয়ে যাওয়া
চেয়েছিলে টইটম্বুর ভরা এক নদী
কোনদিনই ছিলাম না।
মিথ্যা প্রসাধনে ভুলিয়ে রাখতে পারতাম না।
সে পথে তাই কখনোই চরণ পরেনি।


তাই মনে মনে ভেবেছিলাম  
মিশর নারীর বুকে ফুটে থাকা গোলাপ গন্ধ চাই।
এ চোখে যেন থাকে লক্ষ তারার ঝাড়বাতি আলো
হাসির তরঙ্গে লেগে থাকে যেন ফুলেল বসন্ত
প্রতি আঙ্গুলের স্পর্শে যেন শরীরে সুনামি জাগে।
রাত ফুরানোর গল্পে যেন
আগামী দিনের স্বপ্ন কুসুম বেঁচে থাকে।