তোমার সাথে প্রথম পরিচয় সেই বর্ণপরিচয় ।
জীবনের শুরুতে বুঝিনি কেন পড়ব বর্ণপরিচয় ?


মায়ের কোলে বসে, হ্যারিকেনের জ্বেলে আলো ;
অ অ থেকে ঋ লী বর্ণের সাথে পরিচয় হলো ।
ঋ তে না হয় ঋষি মশায়, লি'তে তবে কি হবে ?
মাকে যেই প্রশ্ন করি, তখন মা গভীরভাবে ডোবে ।
আমি তখন সেই সুযোগে চলি ঘুমের দেশে ।
ঠাকুমার শোনা রূপকথায় রাজপুত্রের বেশে ;
ছোট্ট লি-কার রাক্ষস সেজে আসছে যেন খেতে,
আমি তখন জ্ঞান তরোয়ালে যুদ্ধেতে যাই মেতে ।
এখনো তো যুদ্ধ চলে, ভেঙ্গেচুরে সব জুড়তে গিয়ে ।
তরজা চলে চলুক, সত্য তুমি সত্যের মত যাও ধেয়ে;
উথালপাথাল ঢেউ রুখে হও তুমিই আলোর সাগর
আজো তোমার আলোয় মুক্তি খুঁজি বিশ্ব মানবতার ।


তোমার সাথে প্রথম পরিচয় সেই বর্ণপরিচয় ।
জীবনের শুরুতে বুঝিনি কেন পড়ব বর্ণপরিচয় ?