এবারের বর্ষা কথা দিক...
বলুক যে মাঠ ঘাট আর ভাসাবেনা।
যারা নিত্য খেটে মরে তারা যেন স্বস্তিতে থাকে
একবুক জলে মাথায় সংসার নিয়ে
যেন যত্র তত্র আশ্রয়ের খোঁজে যেতে না হয়।
এবারের বর্ষা কথা দিক...
কষ্ট দিয়ে যেন চোখের জল ঝরায়না।
এবারে মাঠের ধানচারা সবে মাথাচারা জেগেছে,
প্রতি শস্যের চোখে এখন কচি দুধের স্বপ্ন-গন্ধ!
বন্ধু পতঙ্গের আশায় ঘন ঘন মাথা দোলায়।
এবারের বর্ষা কথা দিক...
গত বর্ষায় উন্মত্ত ঝড়কে সাথে এনেছিল!
আমলকী বনে সেদিন দানব নৃত্যে মেতেছিল।
সাধের হিমসাগর সেদিন গঙ্গাসাগরে ভেসে গেল।
গাছের পাখিগুলো ভাঙাখাঁচায় ছানাদের খুঁজেছিল।
এবারের বর্ষা দিক ভরসা...
এবারের বর্ষা যেন লক্ষ্মী মেয়ে হয়।
খাবারের বিনিময়ে যেন না শরীর বেচতে হয়।
বার বার ঠিকানা বদলে ওরা যে আজ ভীষণ ক্লান্ত।
শুধু খেটে খাওয়ার কাজ থাকে যেন অসহায় হাতে
ভিক্ষা যেন না নিতে হয় মাথাটি নত করে;
ঘরে ঘরে সুখ না হোক স্বস্তি যেন আসে
  বৃষ্টির শব্দে শান্তির ঘুম এনে দিক চোখের পাতায়।