বসন্ত এসেছে কবি জাগো, চোখ মেলে দেখো একবার
গাছেরা সাজে নতুন কিশলয়ে,সবুজ ঘাসে হিম পড়ে।
শীতের প্রকোপ আর নেই, দখিনা বাতাস বয়ে যায়
কবির চোখে ঘুম নেই, রাতে মেয়েটি ফেরেনি ঘরে ।


বসন্ত এসেছে কবি জাগো চোখ মেলে দেখো একবার
কোকিল বধুয়া বড় চঞ্চল, কাকের কড়া নজর ।
কাঁহাতক আর কুহু ডাক শুনে বাসায় বসা যায়
কবি তখন মেয়ের খোঁজে করে বাহির আর ঘর।


বসন্ত এসেছে কবি জাগো চোখ মেলে দেখো একবার
ইট কাঠ পাথর শহরে আজ ফুটেছে রক্তপলাশ ।
আম্রমুকুলে গুঞ্জন ধ্বনি রুনুঝুনু বাজে রিনিঝিনি
কবির মনে ঝড় সুনামী বুকে ধরফর হাঁসফাঁস ।


বসন্ত এসেছে কবি জাগো চোখ মেলে দেখো একবার
গভীর রাত শহর জুড়ে ভালোবাসাবাসি বারোমাস ।
তবু খবর এসেছে সরোবরে ভাসছে কারোর লাশ
সনাক্তকরণে কবির চোখে ফাগুন নয় ঝরছে শ্রাবনমাস ।