একঝাঁক পাখিদের উড়াল দেখে মনে হলো,
     আজ তুমি আসবে দখিনা বাতাস নিয়ে ।
ওদের ভিতর একজন ছিল কেমন যেন দলছুট
      সোনালী পাখা একটা দিল সে ঝরিয়ে ।
সেই পালকে লেগে থাকে চেনা একটা গন্ধ
       বার বার মনে করিয়ে দেয় তোমার কথা।
কোন সে ফেলে আসা এক্কা দোক্কার দিন
       নিজের মত সাজানো পুতুলখেলার ব্যথা।
মিছিমিছি রান্নাবাটি আজ সত্যি হয়েছে বটে
       তবু সেদিনগুলো ছিল রাগের আলাপ।
ঘরের আসবাবপত্রের মতন কেমন একা লাগে
        বিকেলের রোদ্দুর যেন বসন্ত বিলাপ ।
আজ যেন সবেতেই কেমন অচেনার আনন্দ
        ফাগুন বাতাসে বকুলকথা মিশে আছে ;
তুমি আসো আর না আসো তবু হৃদয়ে দোলা
       জেগে থাকি, জিতে যাই জীবনের কাছে ।