কেন শুনি গুঞ্জন করতে হবে মানভঞ্জন ।
তোমরায় সুধীজন এই দেশেরই জনগণ ।
কেন তবে দুরে রাখো পর করো আমারে ,
তাইতো এসেছি তোমাদেরই দ্বারে দ্বারে ।
আমি যে তোমাদের সেই একান্ত আপন,
দিকে দিকে করে যাই কত যে উন্নয়ন ।
ভুল কথা বলে যারা তারা জাগিয়া ঘুমায়,
তোমাতে আমাতে কত বিচ্ছেদ ঘটায়।
সুর্য ওঠে ফুল ফোটে পাখি গান গায়,
জানো কি এমনটা হয় আমার প্রেরণায়।
এখনও যে কত কাজ রয়ে গেছে বাকি,
আশীর্বাদ করো আরো পাঁচটা বছর থাখি।
ময়ূরপুচ্ছ জুড়ে এদলে ওদলে দিব্যি আছি,
যেন তেন প্রকারেন ক্ষমতা দখলে বাঁচি।
পরনিন্দা পরচর্চায় জগত করেছি যে মাত,
সবখানে দৃষ্টি আছে পালিয়ে পাবেনা পথ।
সোজা আঙুলে না হলে বাঁকিয়ে খাবো ঘী,
ভয় বিভেদ আগ ছড়িয়ে বোঝাব আমি যে কী।