কাল রাতে বৃষ্টি এসেছিল।
বৃষ্টির নূপুর ধ্বনি শুনতে শুনতে চোখে ঘুম এলো।
বৃষ্টি হিমেল ছায়া বুলিয়ে বলে ঘুমালে নাকি?
বটের আঠার মত ঘুম চোখে বৃষ্টি কে বলি আমায় জাগিওনা,
তোমার আঁচলে একরাশ ঘুমোতে চাই।
সারাদিন রৌদ্র দহনে আমি ক্লান্ত।


আমি চাই এখন বাজুক তোমার নুপুর ধ্বনি
বাদলা হাওয়ায় তোমার আঁচল খানি
জল ফোটার মুক্ত মালা সাজো নতুন করে
তোমার ভিজে চুলের গন্ধে এ হৃদয় উঠুক ভরে
একটু একটু করে তুমি নাওগো তোমার করে
ভোরের আলো ফুটলে তুমি যেও আপন ঘরে।