এবার বন্ধু এলে আর দেবনা ফিরতে তাকে।
কাঁটাতার পেড়িয়ে কুহুর তানে জানিয়ে দেবো
              এসো বন্ধু তোমার নিমন্ত্রন ।
শালুক ফোটা জল দুলিয়ে বন্ধু তখন বলবে
আসছি বন্ধু আসছি মেঘ বৃষ্টি সাথে নিয়ে
                 রাখতে তোমার নিমন্ত্রন।
বন্ধু বাড়ি এলে তাকে বিছিয়ে দেব শীতল পাটি
তালপাতার পাখার বাতাস আর সাথে ঠাণ্ডা পানি।
                খবর নেব ওরা কেমন আছে ?
বন্ধু তখন জুড়িয়ে পরান বলবে দেশের কথা
আমার চোখে ভাসবে সেই দিন হারানোর ব্যথা।
                বন্ধু বলবে সেদিন কি আর আছে!
খেতে দেবো গরমভাতে গন্ধরাজ এক চিমটি নুন,
সুক্তো পোস্ত শেষে রুই সজনের হাল্কা মত ঝোল।
                আম চাটনি আর একটু মিষ্টি দই ।
বন্ধু বলবে দারুন হোল মস্ত একটা ঢেকুর তুলে,
এযে আমার নিজের বাড়ি খেয়ে তৃপ্তি পেলাম ভারি।
               চাইনা বিরিয়ানি। এমনি খাবার চাই ।