মাতা চাই বধূ চাই চাইনা আমি কন্যা...  
মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে;
মায়ের পীযুষ ধারায় ক্রমশ পুষ্ট হয়েছি ,
মায়ের কোলে বসেই শিখেছি মাতৃভাষা;
মাতা চাই বধূ চাই চাইনা আমি কন্যা...
বউতো নয় মায়ের জন্য দাসী এনেছি ;
সে আমাকে নতুন একটা সংসার দিয়েছে,
প্রেম ভালবাসায় পরিপূর্ণ করেছে জীবন ;

মাতা চাই বধূ চাই চাইনা আমি কন্যা...
কন্যা চাইনা, তাকে যে দিয়ে দিতে হবে;
যেমন আমি নিয়েছি কত কি সাথে বরপণ,
কন্যা চলে যাবে, সে অন্য বাড়ির সম্পদ!

মাতা চাই বধূ চাই চাইনা আমি কন্যা...
জানো মা তোমার বৌমা কন্যা জন্ম দেবে!
জানি বাবা, ওর শরীরে সে লক্ষণ দেখেছি!
কাল আমি থাকছিনা,ব্যবস্থা করে রেখেছি।
তুই যেমন বলেদিলি, ঠিক তেমনি হবে বাবা,
বাকিটুকু সব সামলে নেব তুই নিশ্চিন্তে থাক ।
অগোচরে অঘটন,বৌমা জানতনা কি অপরাধ?  
সকালের কাগজে টাটকা খবর হলো বৌমা !
আসন্নপ্রসবার শরীরে অসাবধানে আগুন!
টানা পাঁচদিন লড়ে, মেয়ে পৃথিবী গেল ছেড়ে !


মাতাও চাই বধূও চাই চাইনা শুধু কন্যারে...
খুকি ঘুমালো দেশ জুড়ালো শান্তি সংসারে !