আজ দ্রোহের কথা হয়তো, নীল আকাশে ওড়া একলা চিল  
বলে দিতে পারত।
সটান মেরুদণ্ডের বার্তা হয়তো, শহরের কাঠবাদাম গাছটা
ছড়িয়ে দিতে পারত।
বছর বছর ভুয়ো প্রতিশ্রুতি কথা, নষ্ট হয়ে যাওয়া শব্দ যন্ত্র
শুনিয়ে দিতে পারত।
ভেসে ওঠা লাশটার কথা, সবুজ শেওলা ঘেরা নির্জন ঘাট
বলে দিত পারত।


পঞ্চায়েতে জিতে আসা নিচুজাতের লড়াকু মেয়েটা জানতনা,
সভায় ওর বসবার জায়গা মাটিতে।
খাবার না খেতে পাওয়া মেয়েটা অন্যের খাবার হয়েছে জানতনা,
যখন জানলো তখন সব শেষ।
অন্তরের আশা আকাঙ্ক্ষা না ফোটাই ভালো সূর্যমুখীরা জানতনা,
প্রখর ষড়যন্ত্র শুকিয়ে যায় ।
তবু হাভাতের নিথর লাশ, ছড়িয়ে ছিটিয়ে রক্তের ফোটাগুলো
বলে চাকা একদিন ঘুরবেই।