একসময় খুব মনে হতো হারিয়ে যাব ।
আকাশে রামধনু দেখলেই ডাক শুনতাম
'' চল এইবেলা দুইজনে হারিয়ে যাই''
ওইযে বৃষ্টির জঙ্গল । ওইখানে সুদূরে,
যেখানে সূর্যের আলোর প্রবেশ নিষেধ;
চাঁদের পাহাড় তো ওইখান দিয়ে যাই।
শংকর যে যে ভুলগুলো করেছিল ;
  আমি যেন সেই সেই ভুল না করি?
করোটির ভিতর বাতাসের শব্দ আমার চেনা
মানুষখেকোরা নিমেষেই আমার বন্ধু হবে;
পথ ভুলে গেলে ওরাই রাস্তা চিনিয়ে দেবে ।
ছলছল চোখের মেয়েটাকে হাত নাড়িয়ে
মিথ্যে করে বলব - আবার ফিরে আসব ।
কালো মুখে একরাশ হীরের কুচি ঝলসাবে।
    এই সময় মায়ের কথা মনে খুব পড়বে;
আকাশ ফাটিয়ে চিত্কার করে বলব-
মাগো এইতো ফিরছি তোমার কোলে
ঘুমপাড়ানি গান শোনাবে, অনেকদিন ঘুমহীন।