তোমার হৃদয়ের মাটিতে সবুজ খুঁজেছি
          পেয়েছি শুধু কাদা আর ছাই।
অথচ দেখো চাঁদের মাটিতে দিব্যি এখন
          অনেক যত্নে সবুজের দেখা পাই।
তোমার ওষ্ঠপ্রান্ত কতবার ছুঁতে চেয়েছে
   আমার কবিতা। আজো আছে দীর্ঘ অপেক্ষায়।
তোমার চাহনির অবহেলায় মরে গেছে
        চলমান এক পথিক দিশা খুঁজে বেড়ায়।
যদি পাঁজরের শিলালিপি কেউ তর্জমা করে
        তোমারি নাম বিরাজমান সেথায়।
হৃদয় অন্তঃক্ষরায় যে নদী, নাম দেবে কেউ!
        আজীবন বহমান তোমারি গান গায়।
তোমার হৃদয়ের মাটিতে সবুজ খুঁজেছি
          পেয়েছি শুধু কাদা আর ছাই।
অথচ দেখো চাঁদের মাটিতে দিব্যি এখন
          অনেক যত্নে সবুজের দেখা পাই।