কিচ্ছু চাওনি
চেয়েছ শুধু একটা কবিতা ।
ইচ্ছা করলে অনেক কিছু চাইতে পারতে ।
চেয়েছিলে  শুধু একটা কবিতা ।
লিখতে বসে অনেক লিখেছি ।
লিখতে লিখতে রাত গেছে দিন গেছে ;
যেতে যেতে বসন্ত এসে ফিরে গেছে কতবার
কুহু কুহু ডাকে মনে পড়ে চিরন্তনী সেই মুখ ।
পাতায় পাতায় এখন তোমার চাওয়া কবিতা ।
জানিনা কোন কবিতাটা হাত পেতে নেবে ।
ছুটে ছুটে গেছি সেই নদীর তীর ধরে ।
তুমি তখন পাল তোলা নৌকা !
মেঘ, বাতাস, ধানসিঁড়ি সব এখন তোমার ।


এখন কি করি...
একটা একটা কবিতাগুলো ভাসিয়ে দিচ্ছি ;
ভেসে ভেসে যদি তোমাকে কখনো পায় ।
পড়ে নিও প্রিয় তোমার কবিতা ।
কিছুইতো চাওনি , চেয়েছ শুধু একটা কবিতা ।




** প্রিয় লেখক তুমি সুস্থ হয়ে ওঠো দ্রত । তোমার জন্য এই কবিতা তুমি চেয়েছিলে ।