এখনো আকাশে সূর্যের চলে যাওয়ার অস্তরাগ
দিগন্তরেখা অন্ধকার আলপনায় আঁকে কালো দাগ।
মেঘেদের খামখেয়ালী আঁকিবুঁকি জলছবি জাগছে
নারকেল গাছের সারি বাতাসে মাথা দোলাচ্ছে।

আকাশ জুড়ে নীলসাদা মেঘের বড্ড বাড়াবাড়ি
একা একটা হলদে বাড়ি করেছে আজ আড়ি ।
কেমন যেন হটাত করে মন যে হলো উদাস
আসছে বুঝি মায়ের আগমনী তারি যেন আভাস।
  
মেঘের মাঝে কে রেখেছে হটাত কালো দাগ?
বৃষ্টির দিন হয়নি শেষ, সে কি করেছে রাগ?
আলোর কিরণ ছিঁড়তে চায়ছে মেঘের অভিমান
থাকনা ওরা মিলেমিশে ওরা যে প্রকৃতির দান।
  
ভয় দেখাস না মেঘ অমন করে গর্জাস না
নীলচে চোখ চেরা জিভে আর ভয় পাইনা।
ছোটবেলায় অমন রূপে অনেক ভয় পেয়েছি
এখন আলো অন্ধকারে তোর মুখোমুখি হয়েছি।