অতি অহংকার ভাল নয়
ও যে দারুন আগুন সব পুড়ে হয় ছারখার ।
কেন যে মানুষ বোঝেনা ।


যেন তেন প্রকারে পেতে
মানুষ হয়ে যায় অন্ধ জানেনা তার ভুল ।
যখন বোঝে আফসোস করে ।


অনেক অপেক্ষার ফুলে সাজি ভরে
মন প্রাণ সৌরভে গৌরবে হয়ে ওঠে আনন্দঘন ।
কাঁটাও থাকে দংশন ও নিতে হয় ।


নদীর ওপার ঠিক ছবির মতন  
অনেক কসরতে ওপারে গিয়ে হয় বোধদয়।
নদীর ওই পার ছিল ভালো ।